শিরোনাম
ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন '২০২০ এর শুভ উদ্ভোদন।
বিস্তারিত
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন'২০২০, ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পালন উপলক্ষ্যে রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন মাননীয় পরিচালক (স্বাস্থ্য) খুলনা বিভাগ ডা. রাশেদা সুলতানা ও খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাদিয়া মনোয়ারা ঊষা, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল বাশার বিশ্বাস, উপজেলা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. ইব্রাহিম মোল্লাসহ সকল মেডিকেল অফিসার ও অত্র হাসপাতালের সকল কর্মকর্তা - কর্মচারী।
এরপর মাননীয় পরিচালক (স্বাস্থ্য) খুলনা বিভাগ ডা. রাশেদা সুলতানা ও খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ স্বাস্থ্য কমপ্লেক্স, আজগড়া সাব সেন্টার সহ কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন। এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।